বিমানের কেবিন ক্রু পদের স্ক্রিনিং পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) পদে আবেদনকারী প্রার্থীদের স্ক্রিনিং (উচ্চতা, ওজন এবং মেডিকেল ফিটনেস) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডেস পদে আবেদনকারী প্রার্থীদের স্ক্রিনিং (উচ্চতা, ওজন এবং মেডিকেল ফিটনেস) পরীক্ষা ১৩ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) পদে আবেদনকারী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bbal.teletalk.com.bd/bbal6/admitcard/) ক্লিক করে স্ক্রিনিং (উচ্চতা, ওজন এবং মেডিকেল ফিটনেস) টেস্ট-এর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা প্রবেশপত্রসহ প্রার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
স্ক্রিনিং পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে ।