ওয়াসার সহকারী প্রকৌশলী পদে প্রাথমিক বাছাই পরীক্ষার সূচি প্রকাশ
ঢাকা ওয়াসার সহকারী প্রকৌশলী পদে প্রাথমিক বাছাই পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ঢাকা ওয়াসার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী পদে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে রাজধানীর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।