গণপূর্ত অধিদপ্তরের ৪৪৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: সাবিনা ইয়াসমিন

গণপূর্ত অধিদপ্তরের ১৪ থেকে ১৬তম গ্রেড পর্যন্ত সাত ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, জরিপকারী, নকশাকার, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং ট্রেসার পদের মৌখিক পরীক্ষা ১৯ মার্চ শুরু হবে। চলবে ২৮ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ত ভবন সম্মেলনকক্ষে (দ্বিতীয় তলা) এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদের মূল কপি, আবেদনে কোটার বিষয়টি উল্লেখ করা থাকলে সেগুলোর মূল সনদপত্র/ প্রমাণপত্র, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তির কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি সঙ্গে নিয়ে যেতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।