৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৬

মডেল: রূপা, শিশির ও নীলাছবি: খালেদ সরকার

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৬তম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. তরল পদার্থের কঠিন বস্তুতে পরিণত হওয়াকে কী বলে?
ক) তরলীকরণ
খ) গলনাঙ্ক
গ) স্ফুটনাঙ্ক
ঘ) শীতলীকরণ

২. পানির একটি অণুর ভর কত?
ক) ১.৬৭ x ১০-২৪ গ্রাম
খ) ৩.৯৫ x ১০২২ গ্রাম
গ) ২.৯৯ x ১০-২৩ গ্রাম
ঘ) ২.৬৫ x ১০-২৩ গ্রাম

আরও পড়ুন

৩. বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠনকে কিসের সঙ্গে তুলনা করেন?
ক) নীহারিকা
খ) সৌরমণ্ডল
গ) ছায়াপথ
ঘ) ব্ল্যাকহোল

৪. সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৪৭
খ) ৩৩
গ) ৫৮
ঘ) ৪২

৫. নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত?
ক) ১ x ১০-২৪ m
খ) ১ x ১০-১৬ m
গ) ১ x ১০-১৫ m
ঘ) ১ x ১০-১৭ m

৬. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলের মান সমান?
ক) -৪০০ সেলসিয়াস
খ) ২৭৩ কেলভিন
গ) ৩২০ ফারেনহাইট
ঘ) কোনো তাপমাত্রাতেই সম্ভব নয়

আরও পড়ুন

৭. কচুরিপানায় কী দেখা যায়?
ক) সরল স্পন্দন গতি
খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফল
গ) প্রতিসরণ
ঘ) বিচ্ছুরণ

৮. সব কটি তরঙ্গদৈর্ঘ্য থাকে কোন আলোতে?
ক) লাল
খ) নীল
গ) বেগুনি
ঘ) সাদা

৯. গাড়ির রিয়ার ভিউ মিররে কোনটি ব্যবহার করা হয়?
ক) উত্তল দর্পণ
খ) সমতল দর্পণ
গ) গোলীয় দর্পণ
ঘ) অবতল দর্পণ

১০. অপটিকাল ফাইবারে কোনটি ব্যবহার করা হয়?
ক) গামা রশ্মি
খ) রেডিও ওয়েভ
গ) এক্স রশ্মি
ঘ) ইনফ্রারেড রশ্মি

আরও পড়ুন

১১. প্রিজম থেকে আলো বের হওয়ার সময় তার রংগুলো আলাদা হয়। এটি প্রমাণ করেন কে?
ক) আইনস্টাইন
খ) কেলভিন
গ) নিউটন
ঘ) ম্যাক্সওয়েল

১২. আমরা যে ব্যাটারি দেখতে পাই, তার বিভব পার্থক্য কত?
ক) ১.১৫ ভোল্ট
খ) ১.৫ ভোল্ট
গ) ১.৯ ভোল্ট
ঘ) ২ ভোল্ট

১৩. যে পদার্থ যত বেশি বিদ্যুৎ পরিবাহী তার ধারকত্ব—
ক) তত বেশি
খ) তত কম
গ) সমান
ঘ) নিরপেক্ষ

১৪. প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে কোনটি?
ক) লেড অক্সাইড
খ) সিলভার নাইট্রেট
গ) জিঙ্ক সালফাইড
ঘ) হাইড্রোজেন সায়ানাইড

আরও পড়ুন

১৫. নিউক্লিয়াস থেকে কোনটি বের হয় না?
ক) আলফা
খ) বিটা
গ) গামা
ঘ) ইনফ্রারেড

১৬. দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কেন ব্যথা হচ্ছে তা নির্ণয়ের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
ক) 60 Co
খ) 32 P
গ) 99 TC
ঘ) 131I

১৭. চিনিকে গলনের পর বাদামি থেকে কালো রঙ ধারণ করলে তাকে কী বলে?
ক) ক্যারামেল
খ) টেফলন
গ) ডোডেকেন
ঘ) সিন্নাবার

১৮. অধাতুর জারণ সংখ্যা—
ক) ধনাত্মক
খ) নিরপেক্ষ
গ) শূন্য
ঘ) ঋণাত্মক

আরও পড়ুন

১৯. ফটোকেমিক্যাল ধোঁয়া বায়ুর—
ক) শক্তি বাড়িয়ে দেয়
খ) ওজোন স্তর নষ্ট করে
গ) কার্বন মনোক্সাইড নির্মূল করে
ঘ) মিথেনের পরিমাণ কমিয়ে দেয়

২০. মাইক চালাতে কী ব্যবহৃত হয়?
ক) মার্কারি কোষ
খ) লেড স্টোরেজ
গ) ড্রাই সেল
ঘ) লিথিয়াম ব্যাটারি

মডেল টেস্ট ২৬-এর উত্তর

১. ঘ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. গ। ৬. ঘ। ৭. ক। ৮. ঘ। ৯. ক। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. ক। ১৪. গ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. ক। ১৮. ঘ। ১৯. খ। ২০. খ।

আরও পড়ুন