পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

  • প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। কালো কালির বলপেন দিয়ে ওএমআরের বৃত্ত ভরাট করতে হবে।

  • প্রশ্নপত্রে ক্রমানুসারে এক থেকে ১০০টি প্রশ্ন না থাকলে কিংবা ওএমআরের ওপর ১০ অঙ্কের সেট কোডের সঙ্গে প্রশ্নপত্রে উল্লিখিত সেট কোড না মিললে তৎক্ষণাৎ উত্তর প্রদান শুরুর পূর্বেই প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে।

  • বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে, যেন ভেতরের লেখাটি দেখা না যায়।

  • উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে কালো কালির বলপেন দিয়ে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখতে, স্বাক্ষর প্রদান ও নির্দিষ্ট বৃত্ত ভরাট করতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

  • উত্তর প্রদান শুরু করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্র (ওএমআর শিট) নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে। এ ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন উত্তরপত্র কোনোভাবেই ছিঁড়ে না যায় কিংবা ভাজ বা বিকৃত না হয়। অনুরূপ করা হলে উত্তরপত্র বাতিল হবে।

  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

  • পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাতঘড়ি, মুঠোফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

  • প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

  • পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হল/কক্ষ ত্যাগ করতে পারবেন না।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্‌যোগ্যতা হিসেবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৬০০ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।