৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৮

প্রতীকী ছবি: আশরাফুল আলম

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ১৮তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. লেবুতে কোন অ্যাসিড থাকে?
ক. অ্যাসিটিক অ্যাসিড
খ. ল্যাকটিক অ্যাসিড
গ. সাইট্রিক অ্যাসিড
ঘ. টারটারিক অ্যাসিড

২. কোমল পানীয়গুলোতে কোনটি দ্রবীভূত থাকে?
ক. অক্সালিক অ্যাসিড
খ. বেকিং সোডা
গ. অ্যাসিটিক অ্যাসিড
ঘ. সোডিয়াম ক্লোরাইড

৩. রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
ক. ক্লোরোপিক্সিন
খ. ন্যাপথালিন
গ. ফ্রেয়ন
ঘ. গ্যাসোলিন

৪. মরীচিকা ব্যাখ্যা করার জন্য প্রয়োজন
ক. আলোর
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ. বিকিরণ
ঘ. আলোর প্রতিসরণ

৫. কোনটির অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে?
ক. ফসফরাস
খ. সালফার
গ. লৌহ
ঘ. পটাশিয়াম

৬. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের পৃষ্ঠের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে?
ক. ১৬ মিটার
খ. ১৬.৬ মিটার
গ. ১২ মিটার
ঘ. ১০ মিটার

৭. ‘টেস্টিং সল্ট’ নামে পরিচিত কোনটি?
ক. মনোসোডিয়াম কার্বনেট
খ. মনোসোডিয়াম ক্লোরাইড
গ. মনোসোডিয়াম স্টিয়ারেট
ঘ. মনোসোডিয়াম গ্লুটামেট

৮. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থ কোনটি?
ক. সেলিনিয়াম
খ. সোডিয়াম
গ. রুবিয়াম
ঘ. মলিবডেনাম

৯. মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক কে?
ক. জর্জ লেমিটার
খ. এডুইন হাবল
গ. স্টিফেন হকিং
ঘ. জর্জ গ্যামোর

১০. কোনটিকে ‘তরল সোনা’ বলা হয়?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. কয়লা
গ. পেট্রোলিয়াম
ঘ. সিলিকা জেল

১১. ‘প্রকৃতির লাঙল’ বলা হয় কাকে?
ক. ইঁদুর
খ. কাঁকড়া
গ. শামুক
ঘ. কেঁচো

১২. হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটি?
ক. হাইড্রোজেন
খ. ডিউটেরিয়াম
গ. টিউটেরিয়াম
ঘ. প্লাটিনাম

১৩. বিদ্যুৎ প্রবাহের একক কোনটি?
ক. কেলভিন
খ.অ্যাম্পিয়ার
গ. ক্যান্ডেলা
ঘ. মোল

১৪. কোনটির কার্যপ্রণালিতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
ক. ট্রানজিস্টর
খ. মোটর
গ. অ্যামপ্লিফায়ার
ঘ. ট্রান্সফর্মার

১৫. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করা হয়?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ন্যানো টেকনোলজি
খ. বায়ো ইনফরমেট্রিকস
ঘ. বায়োমেট্রিক

১৬. নিচের কোনটি দাহ্য পদার্থ?
ক. আয়োডিন
খ. অ্যারোসল
গ. ক্লোরিন
ঘ. জৈব পারঅক্সাইড

১৭. হৃৎপিণ্ডের স্পন্দনের হার অনিয়মিত হলে তা কোনটির মাধ্যমে শনাক্ত করা যায়?
ক. ইসিজি
খ. ইটিটি
গ. এক্স–রে
ঘ. অ্যানজিওগ্রাফি

১৮. যে তাপমাত্রায় চুম্বক তার চুম্বকত্ব হারায়, তাকে কী বলে?
ক. কুরি তাপমাত্রা
খ. আপেক্ষিক তাপমাত্রা
গ. সর্বোচ্চ তাপমাত্রা
ঘ. পরম শূন্য তাপমাত্রা

১৯. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
ক. কঠিন
খ. তরল
গ. স্থিতিস্থাপক
ঘ. বায়বীয়

২০. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
ক. বায়োমাস
খ. প্রাকৃতিক গ্যাস
গ. কয়লা
ঘ. খনিজ তেল

মডেল টেস্ট-১৮ (সাধারণ বিজ্ঞান) এর উত্তর

১. গ। ২. খ। ৩. গ। ৪. খ । ৫. ক । ৬. খ । ৭. ঘ। ৮. ক। ৯. ক। ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. ক। ১৮. ক। ১৯. ঘ। ২০. ক।