১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

মডেল: লিজা, রুপা ও শিশির
ছবি: খালেদ সরকার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৪তম পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. কমা
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. বিকল্পচিহ্ন

২. কোন বাক্যটি সঠিক?
ক. মেয়েটি অনিন্দ্যসুন্দরী
খ. অশ্রুজলে বুক ভেসে গেল
গ. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে
ঘ. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই

আরও পড়ুন

৩. কোন বানানটি সঠিক?
ক. অন্তেষ্টিক্রিয়া
খ. অন্ত্যেষ্টিক্রিয়া
গ. অন্তেষ্টিক্রিয়া
ঘ. অন্তষ্টিক্রিয়া

৪. ‘সৌম্য’র বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিরক্ত
খ. উগ্র
গ. বিকৃত
ঘ. শান্ত

৫. নিচের কোনটি দেশি শব্দ?
ক. গিন্নি
খ. মা
গ. বৃক্ষ
ঘ. ডিঙি

৬. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষ্য ও অনুসর্গ
ঘ. বিশেষণ ও আবেগ

আরও পড়ুন

৭. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
ক. মান ভাষা
খ. প্রমিত ভাষা
গ. উপভাষা
ঘ. কোনটিই নয়

৮. ‘গৌড়ীয় ব্যাকরণ’–এর রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বুদ্ধদেব বসু
গ. উইলিয়াম কেরি
ঘ. রামমোহন রায়

৯. Curfew-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. হরতাল
খ. অবরোধ
গ. সান্ধ্য আইন
ঘ. নিষিদ্ধ

১০. ‘নদী’র সমার্থক শব্দ কোনটি?
ক. সরিৎ
খ. কলাধর
গ. অবনী
ঘ. বিপিন

আরও পড়ুন

১১. বাংলা ভাষায় ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য কতটি মূল বর্ণ রয়েছে?
ক. ৪১টি
খ. ৪২টি
গ. ৪৪টি
ঘ. ৫০টি

১২. ‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ—
ক. অহ + রহ
খ. অহঃ + রহ
গ. অহঃ + অহ
ঘ. অহ + অহ

১৩. ‘আপাদমস্তক’ কোন সমাসের উদাহরণ?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. দ্বিগু

১৪. ‘জয়লাভের ইচ্ছা’ এককথায় কী হবে?
ক. বিজয়ী
খ. বিজিগীষা
গ. জয়ী
ঘ. জয়তু

আরও পড়ুন

১৫. ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’—এই গানের গীতিকার কে?
ক. গাজী মাজহারুল আনোয়ার
খ. কাজী নজরুল ইসলাম
গ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
ঘ. কবি জসীমউদ্‌দীন

১৬. পানিপথের তৃতীয় যুদ্ধ কোন নাটকটির উপজীব্য বিষয়?
ক. কবর
খ. রক্তাক্ত প্রান্তর
গ. পলাশী ব্যারাক ও অন্যান্য
ঘ. দণ্ডকারণ্য

১৭. ‘বিদুরের খুদ’ বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য উপহার
খ. অবিশ্বাস্য ব্যাপার
গ. নিতান্ত অলস
ঘ. বিচক্ষণ ব্যক্তি

১৮. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. রীতিসিদ্ধতা

আরও পড়ুন

১৯. ‘বিদ্বান লোক সবার শ্রদ্ধার পাত্র’—এটি কোন শ্রেণির বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র

২০. সঠিক প্রকৃতি-প্রত্যয় নয় কোনটি?
ক. শোক = √শুচ্ + অ
খ. চরিত্র = √র্চ + ইত্র
গ. গ্রহণ = √গ্রহ + অন
ঘ. তীর্থ = √তৃ + অ

মডেল টেস্ট ১৪-এর উত্তর

১. গ। ২. ক। ৩. খ। ৪. খ। ৫. ঘ। ৬. খ । ৭. গ। ৮. ঘ। ৯. গ । ১০. ক।
১১. ঘ। ১২. গ। ১৩. ক। ১৪. খ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. গ। ১৯. ক। ২০. ঘ।