প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ষষ্ঠ পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. ব্রাহ্মী লিপি কী নামে পরিচিত?
ক) কুটিল লিপি
খ) মনিপুরি লিপি
গ) ওড়িয়া লিপি
ঘ) ত্রিপুরা লিপি

২. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক) ১৫৫৩
খ) ১৮৫৬
গ) ১৭৪৩
ঘ) ১৯৪৮

৩. বিপরীত শব্দ, প্রতিশব্দ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব

আরও পড়ুন

৪. নিচের কোনটি অনুবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত নয়?
ক) ফলা
খ) কার
গ) রেফ
ঘ) বর্ণসংক্ষেপ

৫. উচ্চারণ অনুসারে সম্মুখ নিম্ন-মধ্য অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনটি?
ক) অ্যা
খ) অ
গ) আ
ঘ) ই

৬. উষ্ম ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক) সালাম
খ) বাড়ি
গ) লাল
ঘ) ঢোল

৭. ‘তোলপাড়’ গল্পটি কে লিখেছেন?
ক) শওকত ওসমান
খ) হালিমা খাতুন
গ) শামসুজ্জামান খান
ঘ) বন্দে আলী মিয়া

৮. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
ক) রামায়ণের সাত পর্ব
খ) রামায়ণের বর্ণিত বৃক্ষ
গ) রামায়ণের বর্ণিত সাতটি সমুদ্র
ঘ) বৃহৎ বিষয়

আরও পড়ুন

৯. কোনটি নাম ধাতুর উদাহরণ?
ক) চল্
খ) কর্
গ) বেতা
ঘ) পড়

১০. ‘কুহেলি’ শব্দের অর্থ কী?
ক) নভোরজ
খ) রাত্রি
গ) ঢেউ
ঘ) চাদর

১১. ‘জন্ম’ শব্দের বিশেষণ পদ কোনটি?
ক) জীবন
খ) জাত
গ) জাতি
ঘ) বংশ

১২. ‘কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে’—এখানে ‘কপোল’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ললাট
খ) গাল
গ) কপাল
ঘ) চিবুক

১৩. রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন—
ক) কালের যাত্রা
খ) শেষপ্রশ্ন
গ) শ্যামা
ঘ) সঞ্চিতা

আরও পড়ুন

১৪. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) গল্প
গ) কবিতা
ঘ) নাটক

১৫. ‘লোকমুখে এই কথা শুনেছি।’—কোন কারক?
ক) করণ
খ) কর্ম
গ) অপাদান
ঘ) অধিকরণ

১৬. ‘অন্ধিসন্ধি’ বাগধারাটির অর্থ কী?
ক) গোপন তথ্য
খ) বেফাঁস তথ্য
গ) বিশ্বাসঘাতকতা
ঘ) ষড়যন্ত্র

১৭. চলচ্চিত্র-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) চল+চিত্র
খ) চলত+চিত্র
গ)চলৎ+চিত্র
ঘ) চলঃ+চিত্র

১৮. কোন জোড়াটি সমার্থক?
ক) অহিনকুল-দা-কুমড়া
খ) আকাশকুসুম-আকাশপাতাল
গ) অগ্নিপরীক্ষা-চোখের বালি
ঘ) অদৃষ্টের পরিহাস-তাসের ঘর

আরও পড়ুন

১৯. শুদ্ধ বানান কোনটি?
ক) পিপীলিকা
খ) বুদ্ধিজিবী
গ) অগ্নাশয়
ঘ) অন্তস্বত্তা

২০. ‘হাঁসুলী বাঁকের উপকথা’ কার লেখা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬-এর উত্তর

১. ক। ২. গ। ৩. ঘ। ৪. খ। ৫. ক। ৬. ক। ৭. ক। ৮. ঘ। ৯. গ। ১০. ক।
১১. খ। ১২. খ। ১৩. ক। ১৪. ক। ১৫. গ। ১৬. ক। ১৭. গ। ১৮. ক। ১৯. ক। ২০.খ।

আরও পড়ুন