পেট্রোবাংলার চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে

মডেল: রূপা, শিশির ও নীলাছবি: খালেদ সরকার

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর অধীন কোম্পানিগুলোতে ১৮ ক্যাটাগরির পদে অষ্টম, নবম ও দশম গ্রেডে ৬৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। পেট্রোবাংলার চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সহকারী ব্যবস্থাপক মো. মোত্তালেব হোসেন

পেট্রোবাংলার অধীনে নবম ও দশম গ্রেডে সাধারণ প্রশাসনে সব মিলিয়ে মোট পদের সংখ্যা ১৮৩। অর্থ ক্যাডারে মোট পদের সংখ্যা ১৩৭। বাকি পদগুলো কারিগরি ক্যাডার। কারিগরি ক্যাডারের লিখিত পরীক্ষা ৩১ মে থেকে শুরু হবে। সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) ও সহকারী ব্যবস্থাপক (কারিগরি), সহকারী কারিগরি কর্মকর্তা ও সহকারী ড্রিলার পদের লিখিত পরীক্ষা ৩১ মে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ ছাড়া উপসহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (কারিগরি), সহকারী কর্মকর্তা (কেমিস্ট), সার্ভেয়ার ও ট্রেইনি ড্রিলার পদের পরীক্ষা ৭ জুন বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

পেট্রোবাংলার চাকরির পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে ৭৫ নম্বর লিখিত পরীক্ষা। ১৫ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং ১০ নম্বর মৌখিক পরীক্ষা। নম্বর বণ্টন থেকে এটা পরিষ্কার যে চাকরি পাওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। সহকারী ব্যবস্থাপক/সহকারী কর্মকর্তা প্রশাসন (সাধারণ) পদের লিখিত পরীক্ষায় বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর বরাদ্দ। অন্য সব পদের জন্য বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, গণিতে ১৫, সাধারণ জ্ঞানে ১৫ এবং সংশ্লিষ্ট বিষয়ে ৪০ নম্বর বরাদ্দ। এই ১০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে ৭৫–এর সমমান ধরে শিক্ষাগত যোগ্যতা ১৫ এবং মৌখিক পরীক্ষা ১০–এর প্রাপ্ত নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা করা হয়।

আরও পড়ুন

বাংলা ব্যাকরণ ও সাহিত্য
বাংলা বিষয়ের প্রশ্ন দুই অংশ থেকে হয়। সাহিত্য ও ব্যাকরণ। বাংলার ব্যাকরণে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগ্‌ধারা, এককথায় প্রকাশ, শব্দের প্রকারভেদ, সমাস, সন্ধি, প্রতিশব্দ ইত্যাদি থেকে প্রশ্ন আসতে পারে। নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বই এ ক্ষেত্রে অবশ্যপাঠ্য বই। সাহিত্য অংশে প্রাচীন যুগ ও মধ্যযুগের সাহিত্যের অংশ থেকে ২ থেকে ৩ নম্বর পেতে পারেন। আধুনিক যুগের সাহিত্যের অংশ থেকে ৫ থেকে ৯ নম্বর পেতে পারেন। সংবাদপত্র প্রকাশকাল, প্রকাশক, সাহিত্যিকদের ছদ্মনাম ভালোভাবে আয়ত্ত করুন, যাতে কমন পাওয়ার হার বাড়ে। আর আধুনিক যুগের সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্‌দীন, বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন, শামসুর রাহমান, সেলিনা হোসেন, মীর মোশাররফ হোসেন, পঞ্চপাণ্ডব, শওকত ওসমান, প্রমথ চৌধুরী, হূমায়ুন আহমেদ ও এর পাশাপাশি যত বেশি সম্ভব লেখকের লেখা সম্পর্কে ধারণা নিন।

ইংরেজি

পেট্রোবাংলার নিয়োগ পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে তেমন কোনো প্রশ্ন করা হয় না। তবে ঝুঁকি এড়ানোর জন্য ইংরেজি সাহিত্যের খুব সাধারণ বেসিক প্রশ্নগুলো দেখে নিতে পারেন। ব্যাকরণ অংশ থেকে ভোকাবুলারি, ডিটারমাইনার, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, আর্টিকেল, প্রিপজিশন, জেন্ডার, নম্বর, ভয়েজ, ন্যারেশন, নাউন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজ ও ফ্রেজ—এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে।

আরও পড়ুন

সাধারণ গণিত
গণিত অংশে ১৫ নম্বর এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে আর সহকারী ব্যবস্থাপক/সহকারী কর্মকর্তার (প্রশাসন) ক্ষেত্রে ১০ নম্বর লিখিত। উভয় ক্ষেত্রে একই বিষয় থেকে প্রশ্ন হয়। তাই গণিতে আপনার ব্যাপক প্রস্তুতি নিতে হবে। গণিতে যেসব বিষয় পড়তে হবে, সেগুলো হলো সংখ্যা, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, নৌকা ও বয়সসংক্রান্ত, আয়-ব্যয়, মুনাফা, সূচক ও লগ, সমান্তর ধারা, জ্যামিতির বেসিক সংজ্ঞা, বিন্যাস ও সমাবেশ।

সাধারণ জ্ঞান

এ অংশে সাধারণত বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এ অংশের ভালো প্রস্তুতির জন্য প্রাচীন বাংলার ইতিহাস, জাতীয় বিষয়াবলি, বঙ্গভঙ্গ, দেশভাগ, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতান্ত্রিক আন্দোলন, ’৬২–এর শিক্ষা আন্দোলন, ’৬৬–এর ৬ দফা আন্দোলন, ১৯৬৯–এর গণ–অভ্যুত্থান, ১৯৭০–এর নির্বাচন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।

আরও পড়ুন

এ ছাড়া বাংলাদেশের সমসাময়িক বিষয়, বাজেট, জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা (সর্বশেষ) ও জিআই পণ্য ইত্যাদি সম্পর্কে হালনাগাদ তথ্য আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, জি-৮, জি-৭৭, ওআইসি, কপ-২৮, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিষয়, ডব্লিউটিও (WTO), কিয়োটো প্রটোকল, বিমসটেক, সার্ক, জিসিসি, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, ন্যাটো ইউএসএমসিএসহ আরও যেসব সংস্থা আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য কিছু বিষয়, যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, মিয়ানমারের গৃহযুদ্ধ, সুইডেনের ন্যাটো সদস্যপদ প্রাপ্তি, বাংলাদেশি জাহাজ ছিনতাই, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভারতের নির্বাচন সম্পর্কে জানতে হবে।