৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ তৃতীয় পর্বে বাংলা ভাষা (ব্যাকরণ) বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. নিচের কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি?
ক. মণিপুরি
খ. মৈথিলি
গ. বাংলা
ঘ. বাক্ষ্মী

২. ক্রিয়ার কাল ও পদ–পরিচয় ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. অর্থতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব

৩. ‘ড়’ ধ্বনি কোন শ্রেণির ব্যঞ্জনধ্বনির অন্তর্ভুক্ত?
ক. দন্তমূলীয়
খ. মূর্ধন্য
গ. কণ্ঠনালীয়
ঘ. তালব্য
৪. অর্ধমাত্রার বর্ণ কোনটি?
ক. ঋ
খ. ঙ
গ. ঐ
ঘ. ঞ

আরও পড়ুন

৫. যজ্ঞ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. জোগগো
খ. জোঘগো
গ. জোজ্ঞো
ঘ. জজ্ঞো
৬. বিলাতি > বিলিতি, কী ধরনের ধ্বনির পরিবর্তন?
ক. স্বরসংগতি
খ. বিপ্রকর্ষ
গ. বিষমীভবন
ঘ. সম্প্রকর্ষ

৭. ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি?
ক. মাণিক্য
খ. প্রমাণ
গ. কঙ্কণ
ঘ. লবণ
৮. অন্তরীপ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হলো?
ক. অন্ত: + ঈপ
খ. অন্ত:+ ইপ
গ. অন্ত:+ রীপ
ঘ. অন্তর:+ ঈপ
৯. ‘বুদ্ধিশুদ্ধি’ কিসের উদাহরণ?
ক. অনুকার দ্বিত্ব
খ. ধনাত্মক দ্বিত্ব
গ. পুনরাবৃত্ত দ্বিত্ব
ঘ. কোনোটি নয়

আরও পড়ুন

১০. কোনটি যৌগিক শব্দ?
ক. গায়ক
খ. পঙ্কজ
গ. জলধি
ঘ. রাজপুত
১১. দেশি শব্দ হলো—
ক. কাঁচি
খ. লতি
গ. খোকা
ঘ. আঁতেল

১২. কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়?
ক. গায়ক
খ. খেলনা
গ. দোলনা
ঘ. নাচন

১৩. ধোপার নারীবাচক রূপ কোনটি?
ক. ধোপী
খ. ধোপিনী
গ. ধোপানি
ঘ. ধোপিইনি

১৪. ‘গোলাপফুল’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. দ্বন্দ্ব

১৫. গায়ে পড়া কোন ধরনের বহুব্রীহি?
ক. ব্যতিহার
খ. প্রত্যয়ান্ত
গ. অলুক
ঘ. ব্যাধিকরণ

১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. নির
খ. অপি
গ. দুর
ঘ. কদ

১৭. ডাকাবুকো বাগ্‌ধারার অর্থ কী?
ক. বোকা
খ. সতর্কতা
গ. নির্ভীক
ঘ. উচ্ছৃঙ্খল

১৮. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক. ঐক্যতান
খ. ক্ষুধপিপাসা
গ. আটপৌরে
ঘ. আটপৌড়ে

১৯. আমি রোজ স্কুলে পড়তে যাই—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ অতীত

২০. কোনটি অপপ্রয়োগ?
ক. গম্ভীরতা
খ. গাম্ভীর্যতা
গ. গাম্ভীর্য
ঘ. চাপল্য

মডেল টেস্ট ৩-এর উত্তর
১.গ। ২.খ। ৩.খ। ৪.ক। ৫.ক। ৬.ক। ৭.খ। ৮.ক। ৯.ক। ১০.ক।
১১.খ। ১২.ক। ১৩.গ। ১৪.ক। ১৫.গ। ১৬.ঘ। ১৭.গ। ১৮.গ। ১৯.ক। ২০.ঘ।