সপ্তাহের চাকরির প্রশ্ন-২৬
পেপ্যাল, সিন্ধু চুক্তি, কালাপানি, পুটুনির দ্বীপ, ডিপ সি স্পেস স্টেশন কী, জেনে নিন বিস্তারিত
১.
বাংলাদেশের কয়টি স্থান ‘Ramsar Siites’–এর অন্তর্ভুক্ত?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তর: খ. ৩ টি
২.
ঢাকার বাইরে প্রথম মালবাহী বা কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর—
ক. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
খ. শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম
গ. শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী
ঘ. সৈয়দপুর বিমানবন্দর
উত্তর: ক. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
৩.
বাজারে প্রচলিত সারের তুলনায় প্রায় ৮২ শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন—
ক. ড. ফ্রেডেরিক কেন্ডিরগি
খ. ড. হ্যারিসন ইউন
গ. ড. আবুল ফজল আখতারুজ্জামান
ঘ. ড. জাভেদ হোসেন খান
উত্তর: ঘ. ড. জাভেদ হোসেন খান
৪.
জনপ্রিয় ই-কমার্স কোম্পানি পেপ্যাল (PayPal) কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন
উত্তর : ক. যুক্তরাষ্ট্র
৫.
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’তে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কোন আন্তর্জাতিক সংস্থা?
ক. জাতিসংঘ
খ. বিশ্বব্যাংক
গ. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
ঘ. আন্তর্জাতিক আদালত
উত্তর: খ. বিশ্বব্যাংক
৬.
‘জন্মই আমার আজন্ম পাপ’—উক্তিটি কার?
ক. দাউদ হায়দার
খ. সৈয়দ শামসুল হক
গ. রফিক আজাদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তর: ক. দাউদ হায়দার
৭.
বর্তমানে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
ক. সপ্তম
খ. নবম
গ. দশম
ঘ. দ্বাদশ
উত্তর: খ. নবম
৮.
১৯৯১ সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মার্কিন সামরিক বাহিনীর ত্রাণ অভিযান কী নামে পরিচিত?
ক. অপারেশন ওমেগা
খ. ওভারল্যান্ড রিলিফ অপারেশন
গ. অপারেশন রিস্টোর হোপ
ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল
উত্তর: ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল
৯.
বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. চীন
উত্তর: গ. জাপান
১০.
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এক ঠিকানায় সব নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে কোন নতুন সেবা আউটলেট চালু করা হচ্ছে?
ক. নাগরিক সেবা বাংলাদেশ
খ. জনসেবা কেন্দ্র
গ. সরকারি হেল্প সেন্টার
ঘ. ডিজিটাল সার্ভিস হাব
উত্তর: ক. নাগরিক সেবা বাংলাদেশ (সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’)
১১.
সম্প্রতি অনুষ্ঠিত কানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী দল—
ক. লিবারেল পার্টি
খ. কনজার্ভেটিভ পার্টি
গ. নিউ ডেমোক্রেটিক পার্টি
ঘ. গ্রীন পার্টি
উত্তর: ক. লিবারেল পার্টি (টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে)
১২.
বিখ্যাত হে মার্কেট ট্র্যাজেডি কত সালে সংঘটিত হয়, যা পরবর্তী সময়ে মে দিবসের ভিত্তি স্থাপন করে?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৬ সালে
গ. ১৮৯৬ সালে
ঘ. ১৯৩৪ সালে
উত্তর: খ. ১৮৮৬ সালে
১৩.
১৮৮৬ সালের মে দিবসের শ্রমিক আন্দোলনের প্রধান দাবি কী ছিল?
ক. বেতন বৃদ্ধি
খ. কর্মঘণ্টা হ্রাস
গ. ট্রেড ইউনিয়নের স্বীকৃতি
ঘ. শ্রমিকদের জন্য উন্নত আবাসন
উত্তর: খ. কর্মঘণ্টা হ্রাস
১৪.
বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির তালিকায় বাংলাদেশ টানা দুই বছর ধরে শ্রেণিতে রয়েছে?
ক. বেগুনি
খ. হলুদ
গ. লাল
ঘ. সবুজ
উত্তর: গ. লাল
১৫.
পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন?
ক. ১২৩তম
খ. ১৯৪তম
গ. ২২৪তম
ঘ. ২৬৬তম
উত্তর : ঘ. ২৬৬তম
১৬.
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৬০ ফুট গভীরে চীনের প্রস্তাবিত ‘ডিপ সি স্পেস স্টেশন’টি কোথায় নির্মিত হবে?
ক. পীত সাগর (Yellow Sea)
খ. পূর্ব চীন সাগর (East China Sea)
গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)
ঘ. বোহাই সাগর (Bohai Sea)
উত্তর : গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)
১৭.
অমীমাংসিত ভূখণ্ড ‘কালাপানি’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. নেপাল, চীন
খ. নেপাল, ভারত
গ. ভারত, চীন
ঘ. ভারত, পাকিস্তান
উত্তর: খ. নেপাল, ভারত
১৮.
‘পুটুনির দ্বীপ’ কোথায় অবস্থিত?
ক. টেকনাফের দক্ষিণে
খ. সুন্দরবনের দক্ষিণে
গ. পদ্মা নদীর মোহনায়
ঘ. পটুয়াখালী জেলায়
উত্তর: খ. সুন্দরবনের দক্ষিণে
১৯.
প্রতিবছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়—
ক. ১২ এপ্রিল
খ. ২৩ এপ্রিল
গ. ২৫ এপ্রিল
ঘ. ৩০ এপ্রিল
উত্তর: গ. ২৫ এপ্রিল
২০.
‘চেরনোবিল’ শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়া
খ. বেলারুশ
গ. সার্বিয়া
ঘ. ইউক্রেন
উত্তর: ঘ. ইউক্রেন