চাকরি প্রস্তুতি ১ : শব্দ নিয়ে শব্দ হোক, ভুলেরা জব্দ হোক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার হবে ১৯ মার্চে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা। সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষাও হবে আসছে মাসগুলোতে। এসব পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের প্রস্তুতির জন্য প্রথম আলো অনলাইনের এ আয়োজন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিন
প্রথম আলো ফাইল ছবি

ইংরেজি শব্দার্থ

ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সুতরাং ভুলে যাওয়াই স্বাভাবিক। দৈনন্দিন কথাবার্তায় ব্যবহারের চেষ্টা করুন। নতুন শেখা শব্দটির সঙ্গে পছন্দমতো আরেকটি শব্দ জুড়ে জোড় শব্দ বানিয়ে ফেলা যেতে পারে। এভাবে শুরুতে জোড়া বাঁধুন, তারপর ধীরে ধীরে বাক্য গঠনে মনোযোগ দিন।

Crackdown (কঠোর ব্যবস্থা)—Crackdown on crime and corruption
Jingoism (উগ্র দেশপ্রেম)—Effect of jingoism
Secessionist (বিচ্ছিন্নতাবাদ)—Secessionist movement
Provisional (অস্থায়ী)—Provisional Government
Emancipation (মুক্তি)—Economic emancipation
Outright (সরাসরি, স্পষ্টভাবে)—Outright rejection
Maneuver (রণকৌশল)—Daring maneuver
Atrophy (ক্ষয়িষ্ণুতা, অবক্ষয়)—Atrophy of values
Egalitarian (সমতাভিত্তিক, সমমাত্রিক)—Egalitarian society
Owe (ঋণী)—Owe to freedom fighters

*চাকরির বিভিন্ন পরামর্শ ও প্রস্তুতির জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা’ পড়ুন।

আরও পড়ুন