অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে ১২,৭১,৫৮৮

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রজেক্ট লিয়াজোঁ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট লিয়াজোঁ
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিসহ অন্তত ৩ বছরের মানবাধিকার/ উন্নয়ন সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পৌরসভা/ মিউনিসিপ্যালিটি, উপজেলা ও ইউনিয়ন পরিষদ ডেভেলপমেন্ট প্ল্যান ও কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সরকারি কর্মকর্তা ও প্রজেক্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগে পারদর্শী হতে হবে। কক্সবাজারে কাজের অভিজ্ঞতা, চট্টগ্রাম/ রোহিঙ্গা ভাষা জানা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)।
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও অন্যান্য সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১২ লাখ ৭১ হাজার ৫৮৮ টাকা। এ ছাড়া স্বামী বা স্ত্রী, সন্তানসহ কর্মীর মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ছুটি ও ইনস্যুরেন্স সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল ২০২২।