আম্মানে বাংলাদেশ দূতাবাসে অনুবাদকের চাকরি, বেতন ৮৪০ ডলার

আম্মানে বাংলাদেশ দূতাবাসে অনুবাদক নিয়োগের জন্য বিজপ্তি প্রকাশ করা হয়েছে
প্রথশ আলো ফাইল ছবি

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ কোম্পানির মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর কাজ হয়। এবার এই কোম্পানি জর্ডানে রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসে একজন অনুবাদক নিয়োগের জন্য বিজপ্তি প্রকাশ করেছে। অনুবাদক (মহিলা) নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

পদটিতে আবেদন করতে চাইলে কমপক্ষে আরবি/ইসলামিক স্টাডিজ/ফাজিল/কামিল বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে প্রার্থীকে। আরবি ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। আরবি থেকে ইংরেজি ও বাংলা এবং বাংলা ও ইংরেজি থেকে আরবি লেখার অনুবাদে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।

প্রার্থীদের আবেদনপত্র ‘ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেল, প্রবাসীকল্যাণ ভবন, (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০’ বরাবর আগামী ২৫ মার্চের মধ্যে পাঠাতে হবে।

অনুবাদক পদে চাকরি পেলে প্রতি মাসে ৮৪০ ইউএস ডলার বেতন পাবেন
ফাইল ছবি

অনুবাদক পদের বেতন

অনুবাদক পদে প্রতি মাসে সর্বসাকল্যে ৮৪০ ইউএস ডলার বেতন দেওয়া হবে। প্রতিবছর ৪০ ইউএস ডলার বেতন বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতি ডলার ৮৫ টাকা ধরলে মাসে বেতন ৭১ হাজার ৪০০ টাকা।