ইরিতে চাকরি, বেতন লাখের বেশি, আছে মাতৃত্বকালীন ভাতা

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে দুটি পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

  • ১. পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট—মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট
    যোগ্যতা: এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচার বিজনেস ডেভেলপমেন্টে অন্তত ১০ থেকে ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রি–ফুড সিস্টেমে মার্কেটিং ও বিজনেস বিষয়ে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন: মাসিক বেতন ৯০,৫৮৩–১,৬৫,৯১৭ টাকা
    সুযোগ–সুবিধা: ৩০ শতাংশ বাসা ভাড়া, মাসে পরিবহন ভাতা ১৪,৪০০ টাকা, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমার সুযোগ আছে।

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-সোসিও–ইকোনমিস্ট
    যোগ্যতা: এগ্রিকালচারাল ইকোনমিকস, ইকোনমিকস, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সোশিও–ইকোনমিক রিসার্চ, হাউসহোল্ড সার্ভে, জেন্ডার ও এমঅ্যান্ডই–এ অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এগ্রিকালচারাল ইকোনমিকস, ইকোনমিকস, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সোশিও–ইকোনমিক রিসার্চ ও হাউসহোল্ড সার্ভেতে অভিজ্ঞতা থাকতে হবে। এমঅ্যান্ডই বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন: মাসিক বেতন ৫৪,৮৮৩-১,০১,১৬৭ টাকা
সুযোগ-সুবিধা: ৩০ শতাংশ বাসা ভাড়া, মাসে পরিবহন ভাতা ১২,০০০ টাকা, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমার সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউের ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২২।