এমডি এবং সিআরও নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জ

নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বুধবার (৪ নভেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীদের ডিএসইর এইচআর বিভাগের প্রধান বরাবর আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

আগ্রহীদের আবেদনপত্রের সঙ্গে অভিজ্ঞতা ও যোগ্যতার কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। সেই সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।

এমডি পদের জন্য ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনে ব্যাচেলর ডিগ্রিসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা প্রয়োজন। সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবী সনদসহ ১০ বছরের অভিজ্ঞতাও লাগবে। শেয়ারবাজার নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এসব শর্ত পরিপালন না করলেও চলবে।

অপরদিকে সিআরও পদের জন্য ব্যবসা, অর্থনীতি বা আইনে ব্যাচেলর ডিগ্রিসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা এবং সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবী সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা।

ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য ১৯ নভেম্বর এবং চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) পদে ২২ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে।
পদগুলোর বিস্তারিত যোগ্যতা দেখতে ক্লিক করুন