খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরির সুযোগ, আবেদন ফি ৭৫০ টাকা

খুলনা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ ধরনের পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম, সংখ্যা ও গ্রেড

উপপরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড ৫) ১ জন, ডেটাবেইজ প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার (গ্রেড-৬) ১ জন, সহকারী রেজিস্ট্রার (গ্রেড-৭) ২ জন, সহকারী লাইব্রেরিয়ান (গ্রেড-৭) ২ জন, লাইব্রেরি অফিসার (গ্রেড-৯) ২ জন, সেকশন অফিসার (গ্রেড-৯) ২ জন, সেকশন অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) (গ্রেড-৯) ১ জন, অ্যাকাউন্টস অফিসার (গ্রেড-৯) ১ জন, সায়েন্টিফিক অফিসার (গ্রেড-৯) ১ জন, সাইকোলজিস্ট (গ্রেড-৯) ১ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) (গ্রেড-৯) ১ জন, সহকারী প্রোগ্রামার (লাইব্রেরি) (গ্রেড-৯) ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৯) ১ জন, পেশ ইমাম (গ্রেড-৯) ১ জন, নিরাপত্তা কর্মকর্তা (গ্রেড-৯) ১ জন ও প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড ১০) ১ জন।

যেভাবে আবেদন:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি হার্ড কপি পাঠাতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ-সংক্রান্ত নিয়ম খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি:

অনলাইনে আবেদনের সঙ্গে সঙ্গে ৭৫০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ তারিখ:

২৭ জুন ২০২২।