জিটিসিএলে নবম গ্রেডে ৬২ জনসহ ১১৫ জনের চাকরি
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিটিসিএল ৫টি পদের বিপরীতে ১১৫ জনকে নিয়োগ দিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৫ মে আবেদন শুরু। আগামী ১৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৫৫। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক প্রকৌশলী ২১ জন, মেকানিক্যাল প্রকৌশলী ২৬ জন, সিভিল প্রকৌশলী ৬ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ২ জন।
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছর কাজের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদসংখ্যা: ৭
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে কিংবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩০। এর মধ্যে ইলেকট্রিক্যাল প্রকৌশলী ১১ জন, মেকানিক্যাল প্রকৌশলী ১৩ জন, সিভিল প্রকৌশলী ৪ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ২ জন।
চাকরির গ্রেড: দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ৯
চাকরির গ্রেড: দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব)
পদসংখ্যা: ১৪
চাকরির গ্রেড: দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
শর্তাবলি
২০২১ সালের ১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীকে http://gtcl.teletalk.com.bd/ বা https://gtcl.org.bd/wp-content/uploads/2021/05/circular.pdf-তে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন শুরু: ২৫ মে ২০২১ সকাল নয়টায়।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২১ বিকেল পাঁচটা পর্যন্ত।
**জিটিসিএলের চাকরির আবেদন করতে চাইলে এবং বিজ্ঞপ্তি দেখুন এখানে