টিআইবিতে চাকরি, বেতন ১৯৯৭০

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
প্রথম আলো ফাইল ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা। সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত একটি নাগরিক সমাজ সংস্থা। টিআইবি ১৯৯৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। টিআইবি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘বিবেক-২’ প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের কর্মস্থল হবে ঝিনাইদহ। আবেদনের শেষ তারিখ ৩১ মে।

অফিস অ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। যোগাযোগে ও কম্পিউটার ব্যবহারের মৌলিক ধারণা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৭ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা

মাসে সর্বসাকল্যে ১৯,৯৭০ টাকা। এ ছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

ছবি: সংগৃহীত

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীকে কম্পিউটারে কম্পোজ করা আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (স্ক্যান কপি), পেশাগতভাবে পরিচিত দুজন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মুঠোফোন নম্বরসহ সিনিয়র ম্যানেজার, এইচআর, টিআইবি বরাবর [email protected] ঠিকানায় মেইল পাঠাতে হবে।