নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শেষ ৪ এপ্রিল
বাংলাদেশ নৌবাহিনী লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বি-২০২১ ব্যাচের টেকনিক্যাল শাখার ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল।
আবেদনের যোগ্যতা
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২১ তারিখে ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক ৭৬-৮১ সেন্টিমিটার (৩০-৩২ ইঞ্চি) এবং সম্প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টি ৬/৬। প্রার্থীকে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। এসএসসি (বিজ্ঞান) / সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে ৬ মাসের ট্রেডকোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের www.joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page-এ Apply Now/Check Now-এ ক্লিক করে প্রথমে Sing Up করে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনও ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ ছাড়া দুই শ’ টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি দিতে হবে। পেমেন্ট সফল হওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
চাকরির সুবিধা
সরকারের নির্ধারিত সুবিধা ছাড়াও সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। সামরিক হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসা সুবিধাও পাবেন এ চাকরি পেলে।