পিএসসির বস্ত্র অধিদপ্তরের ৭৮৭ পদের পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের প্রভাষক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ২২ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে হবে। এতে ৭৮৭ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীরা বাংলায়-৪০, ইংরেজিতে-৪০, সাধারণ জ্ঞানে-৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যালে (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি)-৮০ মোট ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ঘণ্টার পরীক্ষায় অংশ নেবেন ৭৮৭ জন। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিটি আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোন প্রার্থীকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ও উত্তরপত্রে ফ্লুয়িড লাগালে প্রার্থিতা বাতিল করা হবে।

পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন ও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

প্রার্থীদের  http://bpsc.teletalk.com.bd/ এই ঠিকানা থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।