লালমনিরহাটবাসীর জন্য চাকরি, আবেদন ১১২ টাকায়
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি অস্থায়ীভাবে ৫টি পদে মোট ২৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৬ এপ্রিল থেকে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
পদের নাম ও পদসংখ্যা
১. নাজির কাম ক্যাশিয়ার—৪
২. সার্টিফিকেট পেশকার—৪
৩. সার্টিফিকেট সহকারী—৪
৪. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী—৭
৫. মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী—৪
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স এ বছরের ৬ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dclal.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করা যাবে ৫ মে পর্যন্ত।