সোশ্যাল ইসলামী ব্যাংকে ৯ পদে চাকরি

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইসলামী ব্যাংকিং সেক্টরে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৫৫ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সিএ/সিএমএ/সিএফএ বা এ ধরনের কোর্স সম্পন্ন করতে হবে। অথবা এমবিএম/এমবিএ বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও বা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৫০ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম : হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি স্নাতক/বাণিজ্য বা ব্যাবসায় শাখার কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। এইচআরএম বিষয়ে স্নাতকোত্তর পাস বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৫০ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। সিআইএ/সিএ/সিএমএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৫০ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম: চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, অ্যাপ্লায়েড ফিজিকস, ম্যাথমেটিকস, স্ট্যাটিসটিক, ইইই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইসিটিতে স্নাতকোত্তর বা এমবিএ পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আইসিটি বিভাগে অন্তত ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৫০ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম: রিজিওনাল হেড/ব্রাঞ্চ ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংকে এভিপি, এসএভিপি, ভিপি, এসভিপি, ইভিপি ও এসইভিপি পদে যথাক্রমে ১২, ১৩, ১৪, ১৬ ও ১৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম : ম্যানেজার অপারেশনস/ডেস্ক অফিশিয়াল ফর ইনভেস্টমেন্ট/ডেস্ক অফিশিয়াল ফর ফরেন এক্সচেঞ্জ
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ থাকা যাবে না। কোনো ব্যাংকের সংশ্লিষ্ট ডেস্কে এসও পদে ৩ বছর/পিও পদে ৫ বছর/এসপিও পদে ৬ বছর/এফএভিপি পদে ৯ বছর/এভিপি পদে ১২ বছর/এসএভিপি পদে ১৩ বছর বা ভিপি পদে ১৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ২৮ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম : ইসলামিক মাইক্রোফ্যাইন্যান্স সোশ্যাল অফিসার
    পদসংখ্যা: চুক্তিভিত্তিক
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইসলামিক মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ৩০ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: ২৪,০০০ টাকা

  • পদের নাম: সেলস এক্সকিউটিভ ফর কার্ড ডিপার্টমেন্ট
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ৩০ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: ২৪,০০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহঅ প্রার্থীরা সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২।