কিশোরগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১৩০
কিশোরগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন এসএ শাখা, এলএ শাখা ও ১৩টি উপজেলা ভূমি অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৩০ জন নেওয়া হবে। শুধু কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
১. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)২. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৩. পদের নাম: সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ১২
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী
পদসংখ্যা: ১২
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ১২
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: ট্রেসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
আবেদন যেভাবে
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা [email protected] বা [email protected] ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল বা মেসেজের ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৮ থেকে ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটকের প্রি–পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।