সীমান্ত ব্যাংকে চাকরি, স্নাতক পাসে আবেদন
সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ক্যাশ ম্যানেজমেন্ট (অফিসার-পিও) বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। সীমান্ত ব্যাংকের ম্যানেজার/সিনিয়র ম্যানেজার-ক্যাশ ম্যানেজমেন্ট (অফিসার-পিও) পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা-
* যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
* যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে (বিশেষ করে ব্যবসায় শিক্ষা) ন্যূনতম স্নাতক ডিগ্রি।
* যেকোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
* প্রাসঙ্গিক ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে।
চাকরির অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
আবেদনের বয়সসীমা: ৩৫ থেকে ৪০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য যেকোনো সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন