ইউনিলিভার বাংলাদেশের লোগো

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং, সাপ্লাই চেইন ও সেলস বিভাগে ইন্টার্ন নিয়োগ দেবে। কেবল শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

  • পদের নাম: ইন্টার্ন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। যেকোনো বিষয়ে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    মেয়াদ: তিন মাসের জন্য। তবে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।
    কর্মস্থল: করপোরেট অফিস, ঢাকা/কালুরঘাট ফ্যাক্টরি অফিস, চট্টগ্রাম। তবে কর্মীর অবস্থা বিবেচনা করে হাইব্রিড (হোম অফিস ও সশরীর অফিস) কাজের ব্যবস্থা করা হবে।
    বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত যেকোনো সমস্যায় [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে ‘Accessibility support’ লিখতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৩।

আরও পড়ুন

বিআইসিএমে চাকরি, গাড়িসহ সর্বোচ্চ বেতন প্রায় দুই লাখ