আবেদন যেভাবে
সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রসহ সব সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সংযুক্ত করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম ও প্রাতিষ্ঠানিক (এলকেএসএস লিমিটেড) প্রার্থী কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন ফি
ব্যবস্থাপনা পরিচালক, এলকেএসএস লিমিটেডের অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এলকেএসএস লিমিটেড, ৬২, পশ্চিম আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩।