সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরির সুযোগ

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: সরকারি বিধি অনুযায়ী
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
পদের নাম: সহকারী শিক্ষক (সংগীত/নৃত্য, প্রাথমিক শাখা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকসহ সংগীতে/নৃত্যে পারদর্শী হতে হবে
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
পদের নাম: ল্যাব সহকারী (জীববিজ্ঞান), কলেজ শাখা
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
বেতন: ৮,৮০০-২১, ৩১০ টাকা (গ্রেড–১৮)।

আরও পড়ুন
আরও পড়ুন

যেভাবে আবেদন
পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র অধ্যক্ষ ও সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি
অধ্যক্ষ ও সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর সোনালী ব্যাংক, সাভার ক্যান্টনমেন্ট শাখায় সহকারী শিক্ষক পদের জন্য ২০০ টাকা এবং ল্যাব সহকারী পদের জন্য ১০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

আবেদনের শেষ সময়
১০ ডিসেম্বর, ২০২৩।
শর্ত
শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সব পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানে প্রচলিত সুবিধা দেওয়া হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ যেকোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করে।

আরও পড়ুন