সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরির সুযোগ
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: সরকারি বিধি অনুযায়ী
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
পদের নাম: সহকারী শিক্ষক (সংগীত/নৃত্য, প্রাথমিক শাখা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকসহ সংগীতে/নৃত্যে পারদর্শী হতে হবে
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
পদের নাম: ল্যাব সহকারী (জীববিজ্ঞান), কলেজ শাখা
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
বেতন: ৮,৮০০-২১, ৩১০ টাকা (গ্রেড–১৮)।
যেভাবে আবেদন
পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র অধ্যক্ষ ও সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি
অধ্যক্ষ ও সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর সোনালী ব্যাংক, সাভার ক্যান্টনমেন্ট শাখায় সহকারী শিক্ষক পদের জন্য ২০০ টাকা এবং ল্যাব সহকারী পদের জন্য ১০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়
১০ ডিসেম্বর, ২০২৩।
শর্ত
শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সব পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানে প্রচলিত সুবিধা দেওয়া হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ যেকোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করে।