যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (ইইই বিভাগ)
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশন/সমমান ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া ইলেকট্রিক্যাল বিষয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পরীক্ষায় সিজিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪–এর স্কেলে ন্যূনতম ৩.০০ অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

  • ২. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি, মেডিকেল সেন্টার)
    পদসংখ্যা: ১ (চুক্তিভিত্তিক)
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাস। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজির ল্যাবরেটরি মেডিসিনে তিন থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস। প্রতিষ্ঠিত প্যাথলজিতে দুই বছর টেকনোলজিস্ট হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা

আরও পড়ুন
  • ৩. পদের নাম: ড্রাইভার
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। লাইট/মিডিয়াম/ হেভি মোটর ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান পাসসহ লাইট/ মিডিয়াম/হেভি মোটর ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর ও বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

আরও পড়ুন
  • ৪. পদের নাম: লিফট অপারেটর
    পদসংখ্যা: ১২ (স্থায়ী)
    দপ্তর ও পদসংখ্যা: মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হল ৪টি, বীর প্রতীক তারামন বিবি হল ৪টি, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন ২টি ও স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ২টি।
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ফিল্ডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষনাবেক্ষণ, ত্রুটি নির্নয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ফিল্ডে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষনাবেক্ষণ, ত্রুটি নির্ণয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স/শিক্ষাগত যোগ্যতা (যেকোন একটি) শিথিলযোগ্য।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল/সাময়িক সনদপত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকেট সম্বলিত ১০ বাই সাড়ে চার ইঞ্চি সাইজের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থিত পদের নাম খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
‘রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’–এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ নম্বর পদের জন্য ৯০০ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।

আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩।

আরও পড়ুন