চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, বেতন লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি রিসার্চ ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি/ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ এমপিএইচ/ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকলে ভালো। কোনো প্রতিষ্ঠানে লিড রিসার্চ পার্সোনেল হিসেবে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানুস্ক্রিপ্ট লেখায় পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৯০,০০০–১,১০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সিভি (তিন পৃষ্ঠার বেশি নয়) ও মোটিভেশন লেটার (এক পৃষ্ঠা) [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২২।