ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯ম-১০ম গ্রেডে চাকরি, নেবে ৬১ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯ম ও ১০ম গ্রেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ৬টি পদে মোট ৬১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। আজ বুধবার থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারছেন।

আরও পড়ুন

পদের নাম ও পদসংখ্যা

১. সহকারী প্রকৌশলী (পুর)-১০
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৩
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-১
৪. উপসহকারী প্রকৌশলী (পুর)-৩৪
৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-৪
৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৯

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন। আবেদনের শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১ মে ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের আবেদন ফি ১০০০ টাকা। আর উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।