ডুয়েট নেবে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী, পদ ৩৫

মডেল: শিশির, রূপা ও রিয়াদছবি: খালেদ সরকার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের (ডুয়েট) রাজস্ব খাতের একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ ক্যাটাগরির পদে তৃতীয় থেকে ২০তম গ্রেডে ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর তা প্রিন্ট করে সরসারি বা ডাকযোগে পাঠাতে হবে।

এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। তৃতীয় গ্রেডে এই পদের বেতন স্কেল ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা। একই বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। চতুর্থ গ্রেডে এই পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে মোট ছয়জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন; যন্ত্রকৌশল বিভাগে একজন; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে) একজন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (লিভ ভ্যাকেন্সি) একজন; ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একজন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে (লিভ ভ্যাকেন্সি) একজনকে নিয়োগ দেওয়া হবে। ষষ্ঠ গ্রেডে এই পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আরও পড়ুন

এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১০ জন প্রভাষক নেওয়া হবে। এর মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে তিনজন; ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে (১টি লিভ ভ্যাকেন্সি) দুজন; কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে (১টি লিভ ভ্যাকেন্সি) দুজন; মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে দুজন এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টে একজনকে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডে এই পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

এ ছাড়া নবম গ্রেডে প্রকৌশল অফিসে একজন সহকারী প্রকৌশলী (সিভিল); পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিসে একজন প্রকিওরমেন্ট অফিসার এবং একজন পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

দশম গ্রেডে যন্ত্রকৌশল বিভাগে একজন ড্রাফটসম্যান ও কেন্দ্রীয় লাইব্রেরিতে একজন সিনিয়র ক্যাটলগার নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১৬তম গ্রেডে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট; শহীদ তাজউদ্দিন আহমদ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মাদাম কুরি হলে একজন করে মোট তিনজন কেয়ারটেকার এবং প্রকৌশল অফিসে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন

১৯ ও ২০তম গ্রেডে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১৯তম গ্রেডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন বাবুর্চি; ২০তম গ্রেডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন সহকারী বাবুর্চি; রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা শাখায় দুজন নিরাপত্তা প্রহরী; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন সিক বয় এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও মেডিকেল সেন্টারে একজন করে মোট দুজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। ১৯তম গ্রেডের বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ এবং ২০তম গ্রেডের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে Create Applicant Account বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থীত পদের আবেদনপত্র সাবমিট করতে হবে। How to pay? বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণ করে প্রার্থীত পদের জন্য আবেদন ফি বাবদ ১ থেকে তৃতীয় থেকে নবম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা; দশম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা; ১৬তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা এবং ১৯ ও ২০তম গ্রেডের পদের জন্য ১০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর তা প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সব সনদপত্র ও অন্যান্য ডকুমেন্টের (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্রসম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) হার্ড কপি তৃতীয় ও চতুর্থ গ্রেডের পদের জন্য ১০ সেট; ষষ্ঠ থেকে দশম গ্রেডের পদের জন্য ৭ সেট এবং ১৬ থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৫ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’–এর বরাবর পাঠাতে হবে। প্রতিটি পদের বিপরীতে যোগ্যতা, শর্তাবলিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।