সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

ফাইল ছবি

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পদে কর্মী চেয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ই–মেইল, সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ বা বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তিন থেকে পাঁচ তারকা কোনো হোটেলের মূল সেলস ও মার্কেটিং টিমে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেট ট্রেন্ড, গ্রাহক, সেলস টার্গেট ও ইনোভেটিভ মার্কেটিং টুলস সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অন্য কোনো ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইন্টারনেট ব্রাউজিংসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
    বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে
জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদনপত্র [email protected] এই ই–মেইলে পাঠানো যাবে। এ ছাড়া সরাসরি বা ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।