আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও মিলবে নানা সুবিধা

লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সাসটেইনেবিলিটি, সোশ্যাল কমপ্ল্যায়েন্স অ্যান্ড প্রডিউসার ডেভেলপমেন্ট (এসসিপিডি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সাসটেইনেবিলিটি, সোশ্যাল কমপ্ল্যায়েন্স অ্যান্ড প্রডিউসার ডেভেলপমেন্ট (এসসিপিডি)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডেভেলপমেন্ট সেক্টর/অ্যাডমিনিস্ট্রেশন/ট্রেনিং ও বেসরকারি সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লোকাল ও ইন্টারন্যাশনাল লেবার ল সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সোশ্যাল অডিটিং স্ট্যান্ডার্ডস (ডব্লিউএফটিও, বিএসসিআই, এসএ৮০০০, আইএলও) সম্পর্কে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেটা ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন-ভাতা: বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বার্ষিক পারফরম্যান্স বোনাস এবং স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] ঠিকানায় সিভি ই-মেইল করেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৯ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন