বেবিচকের চার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চারটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, হিসাবরক্ষক, বার্ড স্যুটার ও মাস্টলস্কর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার পদের লিখিত পরীক্ষা ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১৬।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র, অনলাইন আবেদনের ডাউনলোড কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট), মূল নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা সনদের মূল কপি এবং আনসার ও ভিডিপির মূল সনদ সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে