ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ, মিলবে বৈশাখী–উৎসব ভাতা
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাসপাতালটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের হেড (প্রধান) পদে এ নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন প্রার্থীরা। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল হেড (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিয়োগ দেবে একজন।
আবেদনের যোগ্যতা
ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আর্থিক ব্যবস্থা, পরিকল্পনা, অ্যাকাউন্ট্যান্সি ও তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা
উৎসব ভাতা বছরে দুটি
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
অর্জিত বার্ষিক ছুটি নগদায়ন
বেতনসহ মাতৃত্বকালীন ছুটি
বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা
বৈশাখী ভাতা
আবেদনের বয়স: ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
* আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন