বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে কলেজ ও মাধ্যমিক শাখায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

কলেজ শাখায় নবম গ্রেডে প্রভাষক (পরিসংখ্যান) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম ৩.৪০ সিজিপিএ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

মাধ্যমিক শাখায় ১০ ও ১১তম গ্রেডে আটজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আইসিটিতে দুজন, ইংরেজিতে তিনজন, বাংলায় একজন, শিল্প ও সংস্কৃতিতে (নৃত্য) একজন এবং জীবন ও জীবিকায় (মার্কেটিং) একজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম  সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শিক্ষায় প্রশিক্ষণধারীরা ১০ম গ্রেড ও প্রশিক্ষণ না থাকলে ১১তম গ্রেডে নিয়োগ পাবেন। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন

ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। কেবল নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর উল্লেখ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, চারিত্রিক ও প্রশিক্ষণ সনদপত্র (যদি থাকে) এবং সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও বেতন গ্রেড উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, সাভার, ঢাকার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্রিগে. জেনারেল মো. মোস্তাফিজুর রহমান (অব.), অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিইপিজেড, সাভার, ঢাকা-১৩৪৯।

আবেদনের শেষ সময়: ১ জুলাই, ২০২৪।