তাঁত বোর্ডে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৮৬

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ তাঁত বোর্ড রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠান ২০ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: মূল্যায়ন কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি (সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ২. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে সহকারী হিসাবরক্ষক/ সহকারী অর্থ কর্মকর্তা/ সহকারী নিরীক্ষা কর্মকর্তা হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ কমার্সে ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৪. পদের নাম: ফিল্ড সুপারভাইজার
    পদসংখ্যা: ২৮
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৫. পদের নাম: অফিস সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন
  • ৬. পদের নাম: উচ্চমান সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৭. পদের নাম: হিসাব সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৮. পদের নাম: নিরীক্ষক
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৯. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন
  • ১০. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ১১. পদের নাম: ক্রাফটসম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: তাঁত বুননের কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ২০
    যোগ্যতা: এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৩. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ১৪. পদের নাম: ক্লার্ক কাম টাইপিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৫. পদের নাম: দক্ষ তাঁতি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সুতা থেকে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞানসম্পন্ন হতে হবে। সিএইচপিইডি, নরসিংদী ও বস্ত্র দপ্তরের প্রশিক্ষণকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৬. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১৭. পদের নাম: বার্তাবাহক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১৮. পদের নাম: সাহায্যকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন
  • ১৯. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ২০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই:
১ থেকে ৯ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১০ থেকে ১৫ নম্বর পদে গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ভোলা, সিরাজগঞ্জ, নাটোর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

১৬ থেকে ২০ নম্বর পদে নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, কুমিল্লা, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বয়সসীমা
২০২৩ সালের ৩ এপ্রিল সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে তাঁরা আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৭ টাকাসহ মোট ৬৬৭ টাকা; ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৪ থেকে ১৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১৬ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।