চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চাকরি, পদ ২৬, আবেদন শেষ কাল

প্রতীকী ছবি: আশরাফুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (পিএ)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. পদের নাম: সাউন্ড রেকর্ডিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: প্রজেকশনিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন

৪. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রশাসনিক কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: পরীক্ষা সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রশাসনিক কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন

৮. পদের নাম: লাইব্রেরি সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. পদের নাম: চলচ্চিত্র ক্যাটালগার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. পদের নাম: ফটোগ্রাফার

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফটেগ্রাফি টেড কোর্স পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন

১১. পদের নাম: প্রকাশনা সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রকাশনা কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা। ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন বা সংশ্লিষ্ট অন্যান্য সফটওয়্যার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-‍২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা:

যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০-‍২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-‍২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন

১৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-‍২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।