বেসরকারি সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

বেসরকারি সংস্থা ন্যাশনাল গ্রাসরুটস ডিজঅ্যাবিলিটি অর্গানাইজেশন (এনজিডিও) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থায় কক্সবাজারে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান জিওগ্রাফি, অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছর চাকরির অভিজ্ঞতাসহ উল্লিখিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বিশেষ করে ডেটাবেজ টুলের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,০০,০০০ থেকে ১,১২,২০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, মোটিভেশন লেটারসহ (এক পৃষ্ঠা) পূর্ণাঙ্গ সিভি (সর্বোচ্চ চার পৃষ্ঠা) [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩।