ডাচ্-বাংলা ব্যাংকে ৪ পদে চাকরি, সিলেটবাসীর জন্য সুযোগ
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিলেট অঞ্চলে অবস্থিত শাখা ও উপশাখার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্রাঞ্চ ম্যানেজার, ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার, অফিশিয়াল উইথ জেনারেল ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড ও ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
ব্রাঞ্চ ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ২০ নভেম্বর ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৫০ বছর।
অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী কর্মী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্বাভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: আবেদনের জন্য ২০ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী কর্মী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শাখা ব্যবস্থাপক/অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্বাভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
অফিশিয়াল উইথ জেনারেল ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বয়সসীমা: ২০ নভেম্বর ২০২৩ তারিখে আগ্রহী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
অভিজ্ঞতা: বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী কর্মী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং/ক্রেডিট/ফরেন ট্রেড অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্বাভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
পদের নাম: ক্যাশ অফিসার (অফিশিয়াল ফর ক্যাশ ডিপার্টমেন্ট)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনের বয়স: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন কেউ এ ক্যাশ অফিসার পদে চাকরি পেলে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।