রামপাল বিদ্যুৎকেন্দ্রে চাকরি, পদ ৩৪

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেডের যৌথ প্রতিষ্ঠান বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের আওতায় রামপাল পাওয়ার প্রজেক্টে ১১ ক্যাটাগরির পদে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার–মেডিসিন (ডেপুটি ম্যানেজার মর্যাদা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫–এর স্কেল ৩.০ ও সিজিপিএ ৪–এর স্কেল ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসসিপিএস বা এমডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৮ বছর
    মূল বেতন: ৭০,০০০ টাকা
    সুযোগ–সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার-অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলজি (ডেপুটি ম্যানেজার মর্যাদা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.০ ও সিজিপিএ ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলজিতে ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৮ বছর
    মূল বেতন: ৭০,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসা ভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ৩. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার-পেডিয়াট্রিকস (ডেপুটি ম্যানেজার মর্যাদা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.০ ও সিজিপিএ ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড হেলথে ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৮ বছর
    মূল বেতন: ৭০,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

আরও পড়ুন
  • ৪. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার-প্যাথলজি (ডেপুটি ম্যানেজার মর্যাদা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.০ ও সিজিপিএ ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্যাথলজি বিষয়ে এমফিল বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৮ বছর
    মূল বেতন: ৭০,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ৫. পদের নাম: মেডিকেল অফিসার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মর্যাদা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল)
    পদসংখ্যা: ১৩
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি  ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

আরও পড়ুন
  • ৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ৮. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিস্ট্রি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকসহ এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ৯. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি/এমআইএস/কম্পিউটার/প্রোগ্রামিং)/অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই/ইটিই বা এ ধরনের বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

আরও পড়ুন
  • ১০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রকিউরমেন্ট/কনট্র্যাক্টস/সিঅ্যান্ডএম)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

  • ১১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স/অ্যাকাউন্টস/অডিট/ট্যাক্স)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেল ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    সুযোগ-সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুযোগ আছে।

চাকরির ধরন

এ চাকরি চুক্তিভিত্তিক। বিআইএফপিসিএলের পলিসি অনুসারে চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ তিন বছর। সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পরে তা নবায়নের ভিত্তিতে প্রার্থীর ৬০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। যোগদানের সময় এই প্রতিষ্ঠানে অন্তত তিন বছর চাকরির করবেন মর্মে সার্ভিস বন্ডে সই করতে হবে।

আরও পড়ুন

বয়সসীমা
২৩ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স উল্লিখিত সীমার চেয়েও ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩০–এর পরিবর্তে ৩২ বছর পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি
টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ১০০০ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।