প্রাইম ব্যাংকে চাকরি, থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা
বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হেড অব ট্রেজারি পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব ট্রেজারি
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেজারি বিভাগে নানা অপারেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এফএক্স ডিলিং ও প্রাইমারি ডিলারস অপারেশন, গভ. সিকিউরিটিস ডিলিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, অপশোর ব্যাংকিং অপারেশনস অ্যান্ড ফান্ডিং, ইসলামিক ব্যাংকিং অপারেশনস, এএলএম, লিকুইডিটি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্টে বিস্তার জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন–ভাতা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৪।