শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিসে পাঠাতে হবে।
ব্যবসায় প্রশাসন বিভাগে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে একজন করে প্রভাষক নেওয়া হবে। এই পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
যেভাবে আবেদন
আবেদন ফরম, অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রকাশনা (যদি থাকে) এ–সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। এ ছাড়া আবেদন ফরম অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে।
আবেদনের সঙ্গে যা যা দাখিল করতে হবে
সব সনদ ও ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন চার কপি ছবি, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, সব প্রকাশনার কপি, অভিজ্ঞতা–সম্পর্কিত তথ্য ছক ও প্রকাশনা–সম্পর্কিত তথ্য ছক।
আবেদন ফি
রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর প্রভাষক পদের জন্য ৬০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ সময়: প্রতিটি সেটের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ প্রভাষক পদের জন্য ন্যূনতম আট সেট ২১ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।