আইসিডিডিআরবিতে চাকরি, বেতন বছরে ১৫ লাখ ৩১ হাজার

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি আইটি বিভাগে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উইন্ডোজ ও ইউনিক্স/লিনাক্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে দক্ষ হতে হবে। ডেটা সেন্টার হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: মহাখালী, ঢাকা
বেতন: বছরে বেতন ১৫ লাখ ৩১ হাজার ৯৭০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪।

আরও পড়ুন