ইরিতে চাকরি, মূল বেতন লাখের বেশি, আছে মাতৃত্বকালীন ভাতা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট—সোশিওইকোনোমিক, জেন্ডার অ্যান্ড মার্কেট রিসার্চ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-সোশিওইকোনোমিক, জেন্ডার অ্যান্ড মার্কেট রিসার্চ
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, ডেভেলপমেন্ট ইকোনমিকস বা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাপ্লাইড ইকোনমিকস, সোশিওলজি অ্যান্ড রুরাল সোশিওলজি, নৃবিজ্ঞান, মার্কেট রিসার্চ বা জেন্ডার স্টাডিজে ডিগ্রি থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা উল্লিখিত বিষয়ের যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সোশিওইকোনমিক, মার্কেট বা জেন্ডার রিসার্চে পিএইচডি ডিগ্রিসহ আন্তর্জাতিক কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ মেথডে বিস্তর জানাশোনা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এসপিএসএস ও এসটিএটিএর কাজ জানতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কারিগরি প্রতিবেদন ও জার্নাল লেখার দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৫৪,৮৮৩-১,০১,১৬৭ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১২ হাজার টাকা, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস), প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা আছে।