কেয়ার বাংলাদেশ নেবে নারী কর্মী, বেতন ২ লাখ ১২ হাজার

ছবি: এআই ব্যবহার করে তৈরি

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় অ্যাডভাইজার-সেফগার্ডিং অ্যান্ড ইনভেস্টিগেশনস পদে শুধু নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাডভাইজার-সেফগার্ডিং অ্যান্ড ইনভেস্টিগেশনস

পদসংখ্যা:

যোগ্যতা: যেকোনো বিষয়ে বিশেষ করে হিউম্যান রিসোর্সেস ও আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেস্টিগেশন ম্যানেজমেন্টে অন্তত ৩ থেকে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো টিম সুপারভাইজিংয়ে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগ ও রিপোর্ট রাইটিংয়ে সাবলীল হতে হবে। সময় ব্যবস্থাপনাসহ অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল: কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস

চাকরির ধরন: দুই চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: মাসিক বেতন ২,১২,৬২৩ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের সুযোগ ও ডে-কেয়ারের সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন