ইডকলে আবারও নিয়োগ, এমটিওসহ একাধিক পদে বেতন আকর্ষণীয়

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চার ক্যাটাগরির পদে পাঁচজনকে নিয়োগ দেবে। এর আগে সম্প্রতি আট ক্যাটাগরির পদে আটজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইউনিট হেড, গ্রিন ক্লাইমেট ফান্ড

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ডেভেলপমেন্ট ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। এনার্জি অ্যাকসেস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে অন্তত ১১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।

আরও পড়ুন

২. পদের নাম: ম্যানেজার, টেকনিক্যাল

পদসংখ্যা:

যোগ্যতা: ইলেকট্রক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। টেকনো মার্কেটিংসহ সোলার এনার্জি প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালাইসিসে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।

৩. পদের নাম: সিনিয়র অফিসার, রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: ফিন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট/স্ট্রাকচারড ফিন্যান্স ডিপার্টমেন্টে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালাইসিসে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।

৪. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), টেকনিক্যাল

পদসংখ্যা:

যোগ্যতা: ইলেকট্রক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালাইসিসে দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন