ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে তিনজন কর্মী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: ওয়ার্কশপ ফোরম্যান

পদসংখ্যা: ১

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি পাস।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

পদের নাম: ক্যাটারিং ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্নাতকসহ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণের সনদসহ দুই বছরের ক্যাটারিং কাজের অভিজ্ঞতা;

থাকতে হবে। অথবা স্নাতকসহ সমুদ্রগামী জাহাজে চিফ স্টুয়ার্ড বা চিফ কুক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: ফায়ার ফাইটিং সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ অনুমোদিত ফায়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি ফায়ার সেফটি ম্যানেজার কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়স

১৫ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

যেভাবে আবেদন

আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম-৪১০০। খামের ওপর পদের ও নিজ জেলার নাম লিখতে হবে। আবেদনকারী যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে আগ্রহী, সেই ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ এপ্রিল, ২০২৪।