বেসরকারি সংস্থা নেবে এডুকেশন অফিসার, অভিজ্ঞতা ছাড়াই আবেদন, প্রবেশনে বেতন ৪২,৬০০
বেসরকারি সংগঠন ‘আশা’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘এডুকেশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। ১০ এপ্রিল প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে। নিয়মিত বেতনের বাইরেও সংগঠনের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
পদের নাম: এডুকেশন অফিসার
পদসংখ্যা: ৮
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ৪২,৬০০ টাকা প্রবেশন অবস্থায়। প্রবেশনের সময় এক বছর। সফলভাবে প্রবেশন শেষে আশার বেতন স্কেল অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা পাবেন কর্মী।
অন্যান্য সুযোগ-সুবিধা
কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
বার্ষিক বেতন বৃদ্ধি
উৎসব ভাতা
বৈশাখী ভাতা
কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড।
আবেদনকারীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে
আবেদনের যোগ্যতা
সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
এমএড থাকা প্রার্থীরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।